বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা।এই বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্ধুয়ারি সালাম, বরকত, জব্বার, রফিকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ। কাজেই যে ভাষার জন ̈ আমরা লড়াই করেছি সেই ভাষাকে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ভাষা হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রধান শিক্ষা কার্যক্রম হিসেবে অন্তর্ভু৩ করা না হলে পূর্না১⁄২ শিক্ষা ব ̈ব ̄’াপনা সম্ভব নয়। সে বিবেচনায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে বাংলা ভাষা ও সাহিত ̈ বিভাগটি সাথে নিয়ে বিশ্ববিদ ̈ালয়ের শিক্ষা কার্যμম শুরু করে।
বিশ্ববিদ ̈ালয়ের প্রতিষ্ঠাতা অধ ̈াপক ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক-এর মাত...ভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং ভালবাসার ফলেই এটি সম্ভব হয়েছে। তখন আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ ̈ালয় তাদের শিক্ষাকার্যμম চালু করলেও বাংলা ভাষা ও সাহিত ̈ বিভাগটি চালু করার মতো মনোবল পাননি কারণ এই বিভাগটির চাকরীর বাজারে তেমন গ্রহণযোগ ̈তা ছিল না বলে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সে ধারনা ভুল প্রমাণিত করে বাংলা ভাষা ও সাহিত ̈ বিভাগটির সফলতা সর্বোচ্চ শিখরে আরোহন করিয়েছেন এবং এই বিভাগের শিক্ষার্থীদের চাকুরির বাজারও তৈরি করেছেন। এই বিভাগের প্রতিটি শিক্ষার্থী মানসম্মত শিক্ষাদানের মাধ ̈মে , হয়ে সম্পদে পরিণত হয়। বিভাগীয় প্রধান হিসেবে আমি এই বিভাগটি নিয়ে গর্ববোধ করি। এই বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন।