গবেষক ও প্রতিষ্ঠাতা
প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক
প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)
প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)
জার্নাল পাবলিকেশন
জার্নাল: ইসলামী ব্যাংকিং
প্রকাশকাল: জানুয়ারি-জুন, ২০০৫
পৃষ্ঠা: ৪১-৬২
প্রকাশকাল: জানুয়ারি-জুন, ২০০৫
পৃষ্ঠা: ৪১-৬২
গবেষণার সারসংক্ষেপ
এই গবেষণাপত্রটিতে প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইমাম গাজালীর (র.) অর্থনৈতিক দর্শন বিশ্লেষণ করেছেন। ইমাম গাজালী কীভাবে নৈতিকতা (Ethics) এবং আইনগত (Legal) কাঠামোর সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সমাজ গঠনের দিকনির্দেশনা দিয়েছেন, তা এই প্রবন্ধে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।
গবেষণার মূল দিকসমূহ:
গবেষণার মূল দিকসমূহ:
- মাকাসিদ-আল-শারীয়াহ ও অর্থনীতি: মানুষের কল্যাণ বা 'মাসলাহা' নিশ্চিত করতে ইমাম গাজালীর পঞ্চ-মূলনীতি কীভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করা হয়েছে।
- নৈতিক বাধ্যবাধকতা: ব্যবসায়িক লেনদেন, উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে কেবল আইনগত বৈধতাই যথেষ্ট নয়, বরং নৈতিক সততা এবং সামাজিক দায়বদ্ধতা যে অপরিহার্য, তা এই গবেষণার মূল সুর।
- বাজার ব্যবস্থার নিয়মাবলী: ইমাম গাজালীর দৃষ্টিতে কৃত্রিম মূল্যবৃদ্ধি (Hoarding) রোধ এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আইনগত ও নৈতিক দিকসমূহ বিশ্লেষণ।
- সুদ ও শোষণের প্রতিবাদ: আর্থিক লেনদেনে শোষণের অবসান ঘটিয়ে কীভাবে ইনসাফ কায়েম করা যায়, ইমাম গাজালীর সেই ধ্রুপদী তত্ত্বের আধুনিক প্রেক্ষাপট।
মূল শব্দসমূহ: ইমাম গাজালী, অর্থনৈতিক নৈতিকতা, ইসলামী আইন, মাসলাহা, ইসলামী ব্যাংকিং, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।