বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম।
রবিবার এইউবি উপাচার্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অফিসে চেয়ারম্যান-এর নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা জানান। দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে আসে এইউবি’র বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানান দিক । এইউবি উপাচার্য মানসম্মত শিক্ষাপ্রদানের ক্ষেত্রে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। ইউজিসি চেয়ারম্যান এইউবিসহ সকল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার সকল ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষন করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
সম্প্রতি ইউজিসি কর্তৃক চারটি বিভাগের সাতটি প্রোগ্রামে ভর্তির অনুমোদন প্রদান ও ইউজিসি ওয়েবসাইটে এইউবির লালতারকা চিহ্ন তুলে নেয়ায় এইউবি উপাচার্য কমিশনকে ধন্যবাদ জানান। বৈঠকে এইউবিতে নতুন কিছু প্রোগ্রাম চালুর বিষয়েও মতবিনিময় হয়। এইউবি মাননীয় উপাচার্য, ইউজিসি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সুবিধামত সময়ে এইউবি ক্যাম্পাস পরিদর্শনের অনুরোধ জানান। আলোচনা শেষে এইউবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সুস্থতা, দীর্ঘ আয়ু ও পেশাগত সফলতা কামনা করেন।
উল্লেখ্য, ইতিমধ্যে এইউবিতে বাংলা, ইসলামের ইতিহাস ও সভ্যতা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং বিএড, এমএড এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।