প্রফেসর ড. শাহজাহান খান। ভাইস-চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ ও এমিরেটাস প্রফেসর, সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া।
বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 'উচ্চশিক্ষা পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ' শীর্ষক ওপেন ওয়েবিনারে ড. শাহজাহান খানের কাছে তার বর্ণাঢ্য জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা থেকে আমরা জানব ও শিখব। সবার যুক্ত হওয়ার আমন্ত্রণ।
দিন : ১লা মার্চ, ২০২৪; রোজ শুক্রবার
সময় : রাত ০৮:০০ টা (বাংলাদেশ সময়); রাত ১০:০০ টা (বেইজিং সময়)
জুম মিটিং লিংক : https://us02web.zoom.us/j/84392333278....
আইডি : 84392333278
পাসওয়ার্ড : 8045
এছাড়াও BCYSA ফেসবুকে পেইজে ওয়েবিনারটি সরাসরি দেখতে পাবেন।
চলুন, দেশ বিনির্মাণে নিজেদের নিয়োজিত করি।