এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। আজ সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের কাছে যোগদানপত্র জমা দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক (এলপিআর) ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে বিএ (অনার্স) এবং পরের বছর এমএ ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে পিএইচডি-ও সম্পন্ন করেছেন ঢাবি থেকে।
১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ড. মো. মোশাররু হোসাইন ভূঁইয়া। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।
নিউজ লিংক- The Daily Campus