স্থান: হোটেল ঢাকা রিজেন্সি
আজ হোটেল ঢাকা রিজেন্সিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB) আয়োজিত দুই দিনব্যাপী "AUBIC-2026: 3rd International Conference on Higher Education and Sustainable Development"-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষা এবং টেকসই উন্নয়নের মেলবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রধান অতিথির ভিডিও বার্তা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী YB Zambry Abdul Kadir-এর বিশেষ ভিডিও বার্তা। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও মালয়েশিয়া থেকে পাঠানো তাঁর বার্তার মাধ্যমে সম্মেলনটির আন্তর্জাতিক গুরুত্ব ফুটে ওঠে। তিনি তাঁর বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, "এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান বিনিময় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।" তিনি সম্মেলনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
মূল আলোচনা ও বক্তাবৃন্দ
অনুষ্ঠানে মূল প্রবন্ধ (Keynote Speech) উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক। তিনি তাঁর বক্তব্যে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার আমূল পরিবর্তনের ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমির মহাপরিচালক আবুল কাসেম ফজলুল হক নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সম্মেলনের ব্যাপ্তি ও বিষয়বস্তু
এবারের কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকগণ অংশগ্রহণ করছেন। আগামী দুই দিনে কয়েকটি প্যারালাল সেশনে তথ্যপ্রযুক্তি (IT), ব্যবসায় প্রশাসন, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং ইসলামি শিক্ষার ওপর অনেক গবেষণাপত্র উপস্থাপিত হবে। গবেষকগণ মনে করছেন, এই সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশমালা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের পরিবেশ
ঢাকা রিজেন্সির উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশন শেষে অতিথিদের সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।