প্রযুক্তির এই অগ্রযাত্রার যুগে চিন্তা, বিশ্লেষণ ও সৃজনশীলতার বিকাশে উৎসাহিত করতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজন করেছে অনলাইন রচনা প্রতিযোগিতা।
যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ে তাদের লিখিত প্রতিভা তুলে ধরতে পারবে ই-মেইলের মাধ্যমে।
রচনার বিষয়: “আধুনিক যুগে ইন্টারনেট: তরুণ প্রজন্মের সংকট ও সম্ভাবনা”
অংশগ্রহণের যোগ্যতা:
কলেজ পর্যায়ে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং মাদ্রাসা পর্যায়ে সমমানের শ্রেণির শিক্ষার্থী
রচনা জমাদান: E-mail: 30thfc@aub.ac.bd | শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ পর্যন্ত
পুরস্কার: চ্যাম্পিয়ন, রানার-আপ ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার।