এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদের জন্য একটি Reel Competition আয়োজন করা হয়েছে। আগ্রহী অংশগ্রহণকারীদের নিচের নির্দেশনা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
# প্রতিযোগিতার থিম
“হৃদয়ে এশিয়ান”
# পুরস্কার
সেরা তিন (৩) জন প্রতিযোগী পাবেন আকর্ষণীয় পুরস্কার।
# প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি
১) অংশগ্রহণকারীকে নিজস্ব ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি রিল তৈরি করতে হবে।
২) রিলটি অবশ্যই নিজ ফেসবুক ওয়ালে Public করে পোস্ট করতে হবে।
৩) পোস্টে নির্ধারিত অফিসিয়াল হ্যাশট্যাগসমূহ ব্যবহার করা বাধ্যতামূলক।
৪) রিলটির শেয়ার সংখ্যা প্রতিযোগিতা মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে।
৫) ক্যাম্পেইন চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
৬) ক্যাম্পেইন শেষে রিলটির শেয়ারকৃত ফেসবুক পোস্টের স্ক্রিনশট ও লিংক ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
# জমাদানের ই-মেইল
reelcomp30th@aub.ac.bd
সকলকে সৃজনশীলভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হলো।
নোট: অফিসিয়াল হ্যাশট্যাগ (অবশ্যই ব্যবহার করতে হবে)
aub_admin
December 19, 2025
21 Views