এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর গৌরবময় ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ড, ভাইস চ্যান্সেলর, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো।
গত তিন দশকে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ উচ্চশিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও বিশ্ববিদ্যালয়টি জ্ঞান, নৈতিকতা ও উদ্ভাবনে আরও উজ্জ্বল অবদান রাখবে—এই প্রত্যাশা রইলো।
এই অর্জনের পথচলায় সংশ্লিষ্ট সকলের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হচ্ছে।
শুভ হোক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।